হ্যাংলা র মতন চেয়ে ফেললাম ...
সত্যি আমার জবাব নেই...
চাইলে চেয়ে ফেল ধন রত্ন গাড়ি বাড়ি
তা না করে আমি ক্যামেলিয়া চেয়ে বসেছি।
তার গাছের হালকা গোলাপি রঙে সে বিজয়িনী
সে কেন উজাড় করে দেবে আমায়


আমার এক মন বলছে তুই আজন্মের ভিকিরি ...
আর এক মন বলছে এমন সুন্দরতার কাছে
আমি যেন হয়ে থাকি চিরকালীন ভিকিরি...
আবার বলছি দুহাত পেতে মন প্রাণ উজাড় করে
আমায় তুমি এমন ছবির মতন ক্যামেলিয়া দাও...
আমি যে পেলেই নিজেকে ধন্য মনে করব ...
ভাববো আমার মতন ঐশ্বর্যবান
এই পৃথিবীতে আর কেউ নেই
পৃথিবী কেন এই ত্রিভুবনে কেউ নেই...


সুন্দর কে চাওয়া আমার কোনদিন ও ফুরাবেনা...
আমি বোধহয় এমনি এক হ্যংলা
যার কোন তুলনা নেই কোথাও...
সে শুধু আমিই ...
একবার তাজমহল দেখে আমার এমন দশা হয়েছিল...
নীল সাগরে নেমে তাকে বুকে ধরতে গিয়েছিলাম...
পাহাড় আমায় কেমন হৃদয়ে হ্যাঁচকা টানে
তার কাছে টেনে নিয়ে যায় নিমেষে...
তাই বোধহয় আমার মতন মানুষ
এই পৃথিবীতে না থাকায় ভালো...
জগতের প্রকৃতির যা কিছু সুন্দর ভয়ঙ্কর
আমি কেমন নির্দ্বিধায় ফ্যাল ফ্যাল করে চেয়ে ফেলি ...


থাক ওই ক্যমেলিয়া তোমারই থাক...
আমি আমার হৃদয়ের
ঈশান কোনে এই ক্যামেলিয়া কে বসিয়ে নিয়েছি
রক্তে ঘামে মাংসে তার অবস্থান...
মন ক্যামেরায় ছবি রেখেছি...
দৃষ্টির নরম আলোতে রোজ তার সালোকসংশ্লেষ ...
ওই ক্যামেলিয়া নিশ্চিত এমনি ফুল ফোটাবে
আমার হৃদয়ের নন্দন কাননে...
ভালো থেকো
আমাকে এমন ধৈর্য দিয়ে শুনবার পড়বার জন্য।
ক্ষমা করে দিও নিজগুনে...
তোমার নাম জেনেছি ফেসবুকে... তুমি রনিতা