দোয়াত থেকে কালি নিয়ে তোমার নাম লিখে চলেছি ।
লিখতে লিখতে ফুরিয়ে গেছে কালি তবু লিখে চলেছি ।


প্রকাশ্যে দিনের আলোতে ঘন রাতের গভীর কালোতে ।
কখনো সবুজ বনানীতে আবার কখনো সুমদ্র বেলাতে।


তবু লিখে চলেছি দিন থেকে রাত, রাত থেকে দিন হয়
সেই লেখনী কালের প্রকোপে বারে বারে মুছে দিয়ে যায় ।


যুগে যুগে কালে কালে তোমার আমার এই প্রেম কাব্য ।
প্রকৃতপ্রেমীর খননে আবার জীবিত এই জনশ্রুতি শ্রাব্য।