যখন তুই হারিয়ে গেলি
        অনেকটা বাষ্পের মতন ।
বুকে ভিতর ঝড় উঠলো ফুসে
        ঠিক ক্ষ্যপা ষাঁড়ের মতন ।
বাতাস হয়ে ধাওয়া করেছি
        কালো মেঘের পিছু পিছু ।
পাহাড় বুকে ঝরেছিস যেই
        সে কানে তোর বলছে কিছু ।
বিদ্যুত্‍ হয়ে ঝলসেছি যেই
        তক্ষুনি সে বাঁধন দিল খুলে।
চলার নেশায় ঝর্ণা হয়েছিস
      চলতে পথে বেমালুম গেলি ভুলে ।
এখন তুই এক পলকে নদী
       রূপালী আঁচল ধরেছি যেই ।
তোর বুকেতে ভাসিয়ে ভেলা
       মনের সুখে ভাটিয়ালী গাই  ।