বছর ঘুরে আসছে আবার মা
বন্যা খরা যারে যা দুর হয়ে যা... ।
দেখছিস না আকাশ জুড়ে মেঘের ভেলা উড়ছে  
সবুজ মাঠ কাশের দোলায় দুলছে ।
শিউলি ফুলের গন্ধ নিয়ে বাতাস কেমন বয়ছে ।


মা যে আমার দশপ্রহরিনী
দুঃখ সবার ভুলিয়ে দেয় জগতজননী ।
অসুরগুলো লুকিয়ে থাকে এই সমাজের বুকে
তুই থাকতে ওরা কেন ভয় দেখিয়ে যায়
তোর ত্রিশুলে জং ধরেছে, তাই বুঝি বাড় বেড়েছে
ত্রিনয়নে নাকি আগুন ঝরে! দেনা ছড়িয়ে...
অসুরগুলো যেন জ্বলে পুড়ে যায় মরে ।
তেমন কেন হয়না মাগো প্রশ্ন করি তোকে ?
এবার যেন ভুল না হয় মা অসুর মারবি আগে ।
তখন তোকে পুজব মাগো সকল অন্তর দিয়ে ।