আমি মেঘদূত আমি মেঘদূত
মেঘ থেকে মেঘে বার্তা নিয়ে,মানুষের কত স্বপ্ন নিয়ে
হাসি কান্নার গল্প নিয়ে,এসেছি দুয়ারে ভেঙে আগল
               করেছি প্রকাশ জেগে দিনরাত
হাত বাড়িয়ে বলেছ তোমরা, বন্ধু সুপ্রভাত ।।


আমার বন্ধু সময়, অবিরাম গতিময় ;
কখনো থাকেনা পাশে,আসি বলে ছুটে চলে
প্রতিবাদী ভাষা বলে, কখনো চোখের জলে।
কখনো সবুজ পাতায়, কখনো ঝরা ফুলে  
থমকে যায়না পথে, ডাকে আর ছুটে চলে ।
সৃষ্টি সুখের উল্লাসে, সাথে সাথে হাঁটি পথ ।।


আমার বন্ধু ঝড়,  বিশ্ব জুড়েই ঘর ;
আগুনকে সাথে রাখে, রোদ বৃষ্টি মাখে
দুর্বার স্রোতধারা,  সাগর যখন ডাকে।
প্রাসাদের চূড়া গুঁড়িয়ে, যায়নাকো সে ফুরিয়ে
মধু ভরে দেয় ধানশীষে, অভিনব সিস দিয়ে ।  
সৃষ্টি সুখের উল্লাসে, সাথে সাথে হাঁটি পথ ।।