শিকলটা আজ হয়ে গেছে ক্ষমতার এক কৃষ্টি
মুখে হাসি ভয়ে ভক্তি, অন্তর জুড়ে অনাবৃষ্টি।
গুটিকতক মানুষ উদ্যত রাজ-ক্ষমতার ফনায়
দেশভর্তি জনসাধারণ ক্রমশ আজ মাথা নোয়ায় ।


গণতন্ত্র আছে ঘুমের নেশায়, নরম বিছানা খুঁজে বেড়ায়
মেঘের ডানায় খড়কুটোয় মুক্তির পথ শুধু হারায়।
ভোরের পাখীরা ঝাঁকে ঝাঁকে প্রাণপণে তবু ডাকে
নিরলস সেই স্বপ্ন আশায় রোদ্দুর দিন বুকেতে বয় ।


দিন দুপুরে চোর আসে ঘরে, রসদটুকু চুরি করে
একদিন নাকি সব দেবে ফিরে, সোনায় সোহাগ মুড়ে।
মুখেতে কুলুপ এঁটে থাকি, নির্বিকারে চেয়ে দেখি  
পাছে কান্না শুনে ফেলে, তাই বালিশেতে মুখ ঢাকি।


বুকের ভিতর আগুন তাপে শিকল'টাকে পোড়াতে চাই;
আকাশ ভাঙা বৃষ্টির বাণে ভয়ের প্রাচীর সরাতে চাই।
মুক্তির পথ মাটির কণা, এমনি এমনি কেউ দেবেনা
আলপথ থেকে রাজপথে তাই মিছিল শুধুই বাড়ছে।