তোমার শহর বৃষ্টির জলে ডুবছে
আমার শহরে মিছিল বড় হচ্ছে।
মজা নদী তোলপাড় করে ডাকছে
বৃষ্টি মানছে না মিছিল গর্জে উঠছে।
ঘনঘন কি তুমি আয়নায় মুখ দেখছো
ভাবছো বুঝি ঘরেতে ফিরে আসছি।
হাতের পতাকা বৃষ্টির জলে ভিজছে
ফিরছি না ঘরে মিছিলেতে পথ হাটছি।
কেন বিচারের বাণী নীরব হয়েছে
স্লোগানে স্লোগানে সেই জবাব চাইছি।
পাহাড় থেকে প্রতিবাদী অরণ্য নেমে আসছে
নতুন ভ্রুন জন্ম নিয়েছে চিৎকার তার শুনছি।