সোনা রোদ্দুর ঝিলমিল
ঝাউয়ের দোলা ঝিরঝির
নীল সমুদ্রে ঢেউ জাগে
বাতাসে খুশির দোলা লাগে
দিগন্ত জুড়ে আনন্দ গান বাজে।
উৎসব শুরু পরিবেশ মনোরম।
বাংলা কবিতা ডট কম ।।৩।।


পাখির উড়াল খবর দিয়ে গেছে
এপারে ওপারে (তাই) বন্ধন ভেঙে গেছে।
রবি নজরুল আমাদের বুকে থাকে।
প্রাণে প্রাণ মিলে মোহনায় মিশে গেছে।
উৎসব শুরু পরিবেশ মনোরম।
বাংলা কবিতা ডট কম ।। ৩।।


নতুন দিনের ভাবনা ভেবে নেব
চিন্তা চেতনাতে আলো ঠিক মেখে নেব।
আমার বাংলা ঠিক পথ খুঁজে নেবে
গান কবিতায় আসর জমে যাবে।
উৎসব শুরু (শেষ) পরিবেশ মনোরম।
বাংলা কবিতা ডট কম ।। ৩।।