ওইতো আসে শেষের দিন
মাদল বাজে তা ধিন ধিন।
নাচ শিখবি আয়রে মেয়ে
দুলিয়ে কোমর পায়ে পায়ে।


গলায় আমার গান ছোটে
কোকিল না হোক কাক বটে।
কা কা করে যায় বলি
মঞ্চে ধন্য ধন্য রব ওঠে।


ছবি এঁকেছি দের দিনে
নগদ টাকায় নেয় কিনে।
দিন আমার ভালোই চলে
নাই চিন্তা ভাবনা দুর্দিনে ।


মানুষ চেয়ে বাঁদর পেলাম
দাবার চালে ভুল দিলাম।
আনতে নুন পান্তা ফুরাই
আসছে সেদিন কোথায় লুকাই।