ভুতের মুখে রাম নাম শুনতে কেমন লাগে
আমারতো বেশ লাগে।
কেমন মিষ্টি করে সবাই বলে দেয়
আইন চলবে আইনের মত করে।
অথচ আইনের দেবী নিজের চোখে ঠুলী পড়েছে।
অর্থের বিনিময়ে তার করুণা পাওয়া যায়।
অর্থের কাছে বিবেক বিকিয়ে ফেলে।
আইনের নাকি পাল্টা আইন ও আছে।
তাই বড় অসহায় সেই দেবী।


প্রমানে পেলেই নাকি দোষীরা সাজা পায়।
এযে দেখি উল্টা বুঝলি রাম।
দিব্যি দোষী আকাশ পথে ওড়ে
কাগজে কাগজে ছবি, চর্চা পাড়ায় পাড়ায়
ঠাণ্ডা ঘরে আয়েশে বাস করেন।
অসুখে বিসুখে তড়িঘড়ি তার সেব শুশ্রূষা।
রাতারাতি নায়ক হয়ে পড়েন।
আদালতে ঠোক্কর খায়
মাথা খুঁড়ে মরে জলজ্যান্ত প্রমান
দোষ যখন পাহাড় সমান।


দোষীকে দোষী সাব্যাস্ত করা ভীষণ রকম দায়।
সময় যায় দিন যায় বছর ঘুরে যায়;
একদিন মানুষ সবটায় ভুলে যায়।