এখন
গভীর রাত
বিপাশার নদীর তীরে  
খাজুরাহো থেকে আসে ধীরে ;
শব্দের স্তব্ধতা ভেঙে চুরে আসছে
ঝিঁঝিঁর দুঃসহ কান্না আর শোনা যাচ্ছেনা
বৃষ্টিজলে ভিজে সে আসে আমার আঁধার ঘরে ;
শিথিল শিকড়ে অতি সন্তর্পনে মাটির অতলে আশ্রয় নিই।
যুগান্তের প্রস্তরমূর্তি জীবন্ত হয়ে আজ জীবনকে চায় ছুঁয়ে নিতে;
ওষ্ঠ উষ্ণতায় মুহুর্তে উদ্ভিদের বল্কল খসে। শিল্পী আঁকে মিথুনের ছবি ।