চলতে চলতে মনে হল কি কথা যেন বলা হয়নি।
বলতে বলতে কি ভেবে বলা থামালাম
ভাবতে ভাবতে সময় চলে যায়...
দেখতে দেখতে বললে তুমি কি যেন বলছিলে?
হাসতে হাসতে কথার মোড় ঘুরিয়ে দিলাম
ডেকে ডেকে বললাম চকিতে ওই দেখো পরী ঘুরছে
সত্যি সত্যি কিন্ত পরী ঘুরছিলনা।
মিথ্যে মিথ্যে তোমার কাছেই বসে ছিলাম।
ঘুরে ঘুরে বেড়াচ্ছিল অস্বস্তির যাপিত জীবন
উড়ে উড়ে বার বার চলে যায় তাহাদের কাছে।
কেমন কেমন আছে ওরা এই তাপিত দিনে!


দিনে দিনে কেমন যেন সব মরুভুমির দশা
কি হবে কি হবে এই ভাবনা শুধু সবার মুখে
কিছু হয়না কিছু হয়না সবাই কেমন স্ট্যাচুর মতন
ঘুরছে ঘুরছে পরী সত্যি কিন্তু ঘুরছেনা
আসবে আসবে দিন সত্যি কিন্তু আনছেনা
দেবে দেবে করে করে অধিকার হাতে দেবেনা
ভুরি ভুরি সব নিজের ঘরে জমায়েত শুধু করে
দিচ্ছি দিচ্ছি বলে সত্যি কিন্তু দিচ্ছেনা।
আধিকার আধিকার করে থাকি রাজপথ জুড়ে
পাবই পাবই মহার্ঘ মাভৈ এবার প্রতিবাদী সুরে।