প্রখর রোদ্রতাপে সাজানো বাগান শুকায়ে গেল
ছিল প্রতি মুকুলে মমত্ববোধ তাও ঝরে গেল ।
নোনাজল এসে কিভাবে ফসল নষ্ট করে গেল
এত শতদল ফুটল আড়ালে কি পাঁক জমেছিল।


আমার মুকুর আমাকেই মুখ বিকৃত করে দেখায়
স্বর্ণলংকা মৃগশাখাসব কলরবে আগুনে পোড়ায় ।
এ বিশ্বে যে ছিল সবার আগে সে ক্রমশ পিছায়;
আমার ছায়া আমাকেই বিদ্রুপ করে নেয় বিদায় ।

আমার দৈববাণী ইঙ্গিতে অট্টরবে হা হা করে
কি যেন বলে '' যে বধিবে সে গোকুলে বাড়ে ''।