মেঘমল্লার তুই কি অফিসে ?
এখনো কি তোর ছুটি হয়নি ।
কি বললি আটকা পড়ে গেছিস !
        সে কি কেন ?
আমাদের মজলিস তোকে ছাড়া শুরু হবে ?
কি বলছিস বৃষ্টি ? সেকি !
ও কি এখন তোর কাছেও থাকে না ?
আরে আমরাও তো ওকে খুঁজে বেড়াচ্ছি ।


বেচারী আকাশ কি করবে বল
ওর জন্য ভেবে ভেবে শুধু কবিতায় লিখছে ।
একটাও তার পছন্দ হচ্ছেনা ।
রাগে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে আস্তাকুঁড়ে;


পৃথ্বীর অবস্থা আরো খারাপ ।
সমানে সূর্যের দহনে হয়েছে ক্লান্ত অবশ্রান্ত।
অবিরাম শরীরে স্যালাইন দেওয়া হচ্ছে ।
বিশেষজ্ঞরা ইতিমধ্যে মতামত দিয়েছেন ,
বৃষ্টি না এলে পৃথ্বীকে বাঁচানো মুশকিল ।


আরণ্যক মুখটা ভার করে রেখেছে ।
মনে হচ্ছে শ্রাবনের ঘনঘটা যত ওর মুখে ।
প্রতিবাদী সবুজ আরন্যককে বলে দিয়েছে
ওর পক্ষে সুবুজ থাকা আর সম্ভব হচ্ছেনা ।


কি বললি পার্কস্ট্রিটে বৃষ্টি এসেছে !
এটা তো যথেষ্ট ভালো খবর ।
বৃষ্টি কি আর এমনি তোর কাছে এসেছে
তোর গানের সুরে তালে ছন্দে ধরা দিয়েছে ।


মেঘ-মল্লার যেমন করে পারিস চলে আয় ।
আজ রাতভর আমাদের মজলিস চলবে
অবশ্যই বৃষ্টিকে নিয়ে ; তুই বললে ও আসবে
বৃষ্টি যে তোকে নিবিড় ভালবাসে ।
তোরা এলে শুরু হবে আমাদের মজলিস
আজকের বিশেষ আকর্ষণ কি হবে বলতো
মেঘমল্লারের গানে বৃষ্টির ভারতনাট্যম ।