প্রিয়তমা
শব্দ কোরোনা
এখনি শেষ বোলনা
এখনো চাঁদ জেগে আছে ।
কিছু পলাশ ফুটবার ইচ্ছায় আছে ।
চন্দ্রিমা রাত এখনো অনেকটা আছে ।
চলে যাবার কথা আর নয়কো এক্কেবারে ।
যেনো এমনক্ষণ জীবনে আসেনা বারে বারে ।
জানোনা, রাতের গর্ভেই দিনের আলো ফুটে উঠবে ।
ওই নদীর মতন রাতচরা সময় বাসায় ঠিক ফিরে যাবে ।
চলে যাব বললেই হৃদয়-পদ্মবন কেমন টালমাটাল হয়ে পড়ে ।
আরো অনেক অনেক কিছু হয়, একলা ঘরে মন যে কেমন করে ।



* কবি পারমিতা৫৮(অনুরাধা) র প্রতি এই কবিতা উত্সর্গীকৃত ।