কাউকে কাউকে বলতে শুনেছি
ও জিনিস যে পেয়েছে সেই মরেছে,
যে পায়নি সেও গিয়েছে মরে  ।
উপহাস করেছি তা আবার হয় নাকি?
হ্যাঁ হয় ! যখন যার হয় তখনই সে বোঝে ।
দেখনি কৃষ্ণপ্রেমে পাগলিনী সেই রাধা
লোকলজ্জা কিছুই মানেনা যায় ছুটে যমুনায়।
দেবদাস কি এমনি এমনি বেঁচেছিল ?
গভীর প্রেম হাবুডুবু খেতে খেতে জীবন দিল ।


আমারো কি তাই আজ ঠিক তেমনি হোল,
নইলে কেন দাঁড়িয়ে চৌরাস্তার মোড়ে ।
চোখের দেখা দেখবে বলে সেই মেয়েটাকে
দেখলে রাস্তায় হাত থেকে তার বই পড়ে যায় ।
বই কুড়িয়ে হাত বাড়িয়ে যেমনই দিয়েছি
দুজনের দুই চোখেতে যেন সেতুবন্ধন ঘটেছে ।
কি যেন এক গন্ধ লেবু ফুলের বোধহয়;
দুজনাকে বেঁধে দিয়ে সে নিয়েছে বিদায়।
আমরা যেন সেখান থেকে নড়তে পারছিনা,
প্রেমের বোঝা এত্ত ভারী ঠেলে সরাতে পারছিনা ।
যা শুনেছি তাই আজ সত্যি হোল সেই কথাটা
কি করে সে বাঁচে যার মন গিয়েছে চুরি।