তুমি অনবদ্য মননের দেশ আমার মতে
এইখানে আসি গোলক চাঁপার সুবাস নিতে।
নদী হয়ে ইচ্ছে মতন তোমার বয়ে যাওয়া
পাখীর মতন দূর সুদূরে ডানা মেলে দেওয়া।
    কুহু যেমন ডেকে ডেকে দেয় নিজের পরিচয়
তেমনি করে প্রজাপতি রঙে তোমায় খুঁজে পাই।
নিজেকে নিঃশেষ করে মিশতে ইচ্ছে করে
তাই হীনমন্যতার খোলসটা দিই ছুঁড়ে।
   জুড়ে গেছি চাঁদের গায়ে কলঙ্ক দাগ হয়ে
তখন তুমি আদর করো নিত্য নতুন হয়ে।
যেমন রাত্রিকে নিবিড় করে ঘুম পাড়িয়ে দাও।
তেমনি করে শান্তির দেশে আমায় নিয়ে যাও...