আজ আমি শুধু ঘুমোব...


ওই ছাল বাকল হীন গাছটার মতন
কবেই মরে গেছি । তবু দাঁড়িয়ে আছি ;
আকাশের দিকে শুকনো ডালপালা মেলে ধরে
       দারুন এক নির্ভিকতায় সে ঘুমিয়ে আছে ।
ভালবাসা হীন নির্যাস বিহীন তন্দ্রাবিহীন মৌনতায়
তবু ও বৃষ্টি তার অমৃত-ধারায় স্নান করায়
সৃষ্টির আদিম রোদ্রছায়া তাকে ছুঁয়ে যায় ।
ক্রমাগ্রত অন্তর বিক্ষণ করে চাঁদের জোত্স্না
      যতদিন না ধুলিস্যাত হয় সে ধুলিকণায়।
কেমন করে কুঠুরিতে রয়ে গেছে এক পরগাছা
ছায়া নেই বলে চলে গেছে অনেক অনেকে ।
পাখিরা ভুগতে থাকে অনিমেখ নিরপত্তাহীনতায়
পরগাছা মরাগাছের ভিতর প্রেম জাগাতে চায় ।
নিজেই অবুঝ হয়ে তাকে সবুজে সাজায় ;
নিজে সাজে অভিসারে,বসন্তদিনে রঙিন ফুল ফোটায়।


ক্ষয়পোকা তখন আমায় কুরে কুরে খায় ।
প্রেমহীন যন্ত্রণায় আর্তনাদ করতে থাকি অনর্গল
        আলোকবর্ষ কে বলি - রেখেছ কি পরীক্ষায়?  
সে বলে গেল - এখনও সময় আছে,
মৃত্যুই শেষ কথা নয় ।
একটু আগুন রেখে যাও,
যে আগুনের উত্তাপ থেকে ধ্বনিত হবে আগমনী গান।