কালো মর্মরমূর্তি দেখে চমকে উঠলাম
বটের আঠার মতন যেন আটকে গেলাম।
সে মুখ সেই অবয়ব সেই বাঁকা ভ্রুভন্গী,
যেন সে একরাশ কামনার বহ্নিশিখা ।
           কি ?  কেন ?
দাঁড়িয়ে যেতেই হারিয়ে গেলাম মুহুর্তে ।
রাজার হুকুমে আমি এখন রাজবাড়িতে
বিপাশার তরঙ্গ ধ্বনিত হয় কর্নে মুহুর্মুহু;
অসহায় কালো কষ্টিপাথরের সম্মুখে
         শিকল বাঁধা অবস্থায় ।
রাজা বললেন - বানাও মর্মরমূর্তি সাতদিনে,
যার কামনার আগুন আমাকে ঝলসে দেবে।
উন্নত মস্তকে বলি - হে রাজন ক্ষমা চাইছি,
আমাকে এই কাজ থেকে বিরত করুন ।
          রক্ত চক্ষুতে হই বিব্রত।
রাজা বলপ্রয়োগে আমাকে বাধ্য করেন ।
রাত-দিনের ছেনি হাতুড়ির ঠোকাঠুকিতে
গড়ে দিলাম সেই '' কামনার বহ্নিশিখা''
রাজা দ্রুত এগিয়ে গিয়ে জড়িয়ে ধরতেই ।
        আগুনের লেলিহান শিখা।
এখন আমার সৃষ্টি আমার সম্মুখে প্রশ্ন রাখে  
কেন আমাকে এমন জন্ম দিলে হে স্রষ্টা?