কবেই ডাক দিয়েছিল ওই দুরের ময়নামতি
     যেতে তখন পারিনি, আজ আসছি আমি আসছি।
শিকড়ের যত শাখা প্রশাখা একে একে সব খুলেছি
      তোমার কাছে যাব, আসছি আমি আসছি।
হৃদয় নদী উথালি পাথালি, মুখ মনে পড়ে ময়নামতি
      পাড় ভাঙ্গনের ডাক শুনে, ভেসে ভেসে আমি আসছি।
গুঁড়ো গুঁড়ো স্মৃতি ঝিরিঝিরি ঝরে বাতাস ময়নামতি
      কি দেবো আর কি যে নেবো, ভাবছি শুধু ভাবছি।
কলমিলতার মতো সবুজ চাহনি, ভাবছ কী ময়নামতি?
     আগুন ফুরানো ফাগুন দিতে, জাগছি রাত জাগছি।
আকাশ কালোয় বৃষ্টি বোধ হয় আসছে ময়নামতি
     আলেরধারে কী আজো আছো একা, আসছি আমি আসছি।
তোমার হাতে হাত রেখে দেখতে যাব ভুবনডাঙার মাঠ
     অনেকদিনের ইচ্ছা ঘুড়ি তাই আকাশে উড়িয়ে আসছি
                  আসছি আমি আসছি।


*** সৌজন্যে কবি সমীর প্রামাণিক ( অম্বরীষ কবি )