নদীটা জন্ম থেকে ছুটে চলে সমুখপানে
সে পিছনপানে আর ভুলেও দেখে না ।
ছুটতে ছুটতে একসময় সমুখে প্রেমিক
বিশাল হৃদয় বাড়িয়েছে নীল জলরাশি
             সেখানেই সে হয়ে গেল লীন ।


হরিনটা সকাল থেকে সন্ধ্যে ছুটে ছুটে মরে;
খুঁজে খুঁজে ফেরে সেই সে সুগন্ধীর সন্ধান ।
ছুটতে ছুটতে হাঁফিয়ে তৃষ্ণায় ওষ্ঠাগত প্রাণ,
নিজের কাছে অমুল্যরতন তাও জানল না।
         না পেয়ে মৃগনাভিকস্তুরী, ছাড়ে পৃথী।


আমিও জন্ম থেকে খুঁজে খুঁজে আজ  ক্লান্ত;
দিকবিদিক পথ হারিয়ে হয়েছি পথিক উদ্ভ্রান্ত।
কেউ তো বলেছে - যাও মিশরের নীলনদে,
সিন্ধুসভ্যতার পঞ্জরে, খাজুরাহ মন্দির গাত্রে
       শেষে অন্তর বিষপাত্রে অপেক্ষায় নীলাঞ্জনা ।