তোমার সুখে সুখ পেয়েছি
তোমার দুখে দুখ নিয়েছি
বেশতো ছিলাম সুখে দুখে
শেষ হাসিটা হাসবে কে ?
তুমি আমি নাকি অদৃশ্য সে ।
এখন প্রতিমুহুর্তে আতঙ্ক যে ।


ঝড় তুফানে আমার পাশে
বন্যা খরায় তোমার পাশে
একমুঠো চাল ভাগ করে খাই
ঈদ পরবে জমিয়ে গান গাই  
দেশের কাজে সবাই সমান  
আছে যে তার হাজার প্রমান ।


মরন এখন জগত জোড়া
খাঁচায় যেন পক্ষী পোরা
বুকেতে ভয় কি হয় কি হয়
তোমায় ছুঁলে মৃত্যু হয়
তাই মৃত্যু যখন তোমায় ঘিরে
দেখতে থাকি দাঁড়িয়ে দুরে ।


তৈরী আমরা গ্রাম শহর বন্দরে    
মৃত সঞ্জীবনী আসবেই ঘরে ঘরে
উদ্ভাবনিতে রাতভোর যারা জাগে
তাদের কপালে সূর্য কিরণ লাগে
দেখব তখন শেষ হাসি কে হাসে
পৃথিবী ফিরবে স্বপ্নের সেই দেশে ।