বেশ কয়েকদিন ধরে দেখছি
একটা মাকড়সা আপন মনে জাল বুনছে
আলো আঁধারে উর্ণ-জালে ক্ষণিকের বর্ণালী
একটু একটু তৈরি করে, ছেঁড়ে আবার গড়ে;
পাক্কা জহুরীর চোখে এখন উর্ণ-জাল প্রস্তুত।
এবার শুধু শিকারের অপেক্ষা ...
চঞ্চল রঙিন প্রজাপতি জানেনা
ওর জন্যই পাতা হয়েছে একটা মৃত্যুফাঁদ ।


ওরা বেশ কয়েকদিনের অপেক্ষার কাল শেষ করেছে।
শিকার এখন শিকারির চক্রব্যূহের খুব কাছে;
আকাশে কালো মেঘের ঘনঘটা,
বৃষ্টি এই নামে কি সেই নামে, চকিতে বিজলি ঝিলিক
দ্রুত পা বাড়াতে গিয়ে মেয়ে দাঁড়িয়ে পড়ে
সুবর্ণরেখার হাতে ছেঁড়া চপ্পল, বৃষ্টি ঘিরে ধরে।
পথ নির্জন, ঝোপের অন্ধকারে দ্রুত রাত্রি নামে।
একটা আর্তনাদ হারায় বজ্রনাদে
একটা ছটফটানি স্তব্দ বৃষ্টিপাতে
একটা স্বপ্ন মুখ থুবড়ে জলে কাদায়


যেমন বৃষ্টিধারা নিরবে রক্তপাত ধুয়ে দেয় ।
তেমনি মৃত্যু শেষে মাকড়সারা সমাজে মিশে যায়।