দুপুরের রোদ বাঁকা হয়ে পড়ে পথে।
পথেই সকাল থেকে পড়ে আছে কুকুরটা
কুকুরটা কাল থেকে কিছুই খায়নি,
খাবে কি করে মালিক যে বাড়ি নেই!
বাড়িতে তালা মালকিন যে হাসপাতালে।
হাসপাতালের সময় আর কিছুক্ষণ আয়ু;
স্বল্পায়ু তাই খবর পেয়ে এসেছে সবাই।
শুধু একমাত্র ছেলেই আসবেনা স্বদেশে।