কেমন আছো;
সেই আগের মতই প্রজাপতি চঞ্চলতায়
অমনি করে রাজহাঁসের মতন আকাশ দেখো;
যখন পুঞ্জিভুত বৃষ্টি সারাটা আকাশ চষে বেড়াচ্ছে।
অমন জল চইচই ভঙ্গিমায় পুকুরে ডুব দাও।
তোমার আমার চকিতে আলাপ
গুঞ্জন ছড়িয়ে পড়েছিল মেঘেদের পাড়ায় পাড়ায়;
পুকুরের তরঙ্গ যেমন নিমেষে ছড়িয়ে যায়।
তুমি হয়ে উঠেছিলে অনুপমা।
আমার মনের আয়নায়
তোমার মুখ হয়ে গিয়েছিল সদ্য ওঠা পূর্ণিমা চাঁদ;
আমি যেন নির্বাক ভূমি অনিমেখে চেয়ে থেকেছিলাম।


কাল ঝড়ের শেষে চাঁদ উঠেছিল।
কতক্ষন যে জেগেছিলাম জানিনা।
অবাক হয়ে দেখি একটু করে রাহু গ্রাস করছে।
তুমি তখন বাজের ভয়ে
পায়রা হৃদয় অস্থির কম্পমান।
অস্ফুট চিৎকারে বার্তা পাঠিয়ে যাচ্ছ অনবরত...
অথচ অসহায়
আমার হাত পা সব অসাড়...
যেন থেমে থাকা মুহূর্তের একটা প্রস্তর মূর্তি।


তারপর...