ধীরে চুপিসারে সব কেমন পাল্টে যায় সময়ের মতন
আমার ভিতরের মানুষটা কিছুতেই পাল্টায় না
স্থবির হয়ে বসে থাকে অনন্ত এক
বিশেষ মুহূর্তের জন্য
কিছুতেই আসেনা
সে সময়।
বিশ্বাসের সাথে কতবার আপোষ করতে হয় জানিনা
যতবার বিশ্বাস করি ততবার চূড়ান্ত গিয়ে ঠকি
ভাবি এবারে হয়তো আমিই জিতব
ভাবনারা আবার প্রতিশ্রুতি দেয়
মেঘ কেটে যাবে মানুষ
তুমিই জিতবে।
পৃথিবীতে একা একটা মানুষ এগিয়ে চলেছে
জানেনা এই পথ কোথায় গিয়ে শেষ হবে
লাট্টুর লেত্তিতে যতটা দম ছিল ততটাই
তারপর নিশ্চয় ভূমিতে লুটাবে
মাটিতে মিশে আগাছার
জন্ম দেবে।