কিছু কি হারিয়ে গেল চিরতরে
দীর্ঘ দিনের আকাশ যদি এভাবেই হারিয়ে যায়
পরিচিত মাটি ঘর দালান যদি বলে - তুমি পরবাসী
যাও ফিরে যাও এখানে তোমার নেই ঠাই।
গভীর রাতের যাত্রী অভিমান বুকে
     একা একা বয়ে চলেছ দুঃখের নদী ।
যদি একবার ও সন্তর্পণে কৌতূহলী পাড়'কে জানাতে
      তোমার ফুল্লরার বারমাস্যা
দেখতে ঘাসের বুকে ধীরে ধীরে
           হিম পড়ত সারারাত ধরে।
অপরিচিত নদীর মতন পরিচয়হীন হয়ে
দাঁড়িয়ে থাকতে হতনা।                  
   ঠাই উঠানের কোণায় ।
পায়ে পায়ে এগিয়ে যেত
হাত বাড়িয়ে বলতেই পারত
    কেউ না থাক আমি আছি তোমার পাশে।