তোমার অপার ভালবাসা পেলে
জানি আমার সকল ভয় কেটে যাবে।
তোমায় খুব কাছে পেলে
হৃদয় জুড়ে তৃষ্ণা মিটে যাবে।


তুমি যে কূল ছাড়া এক নাবিক
নীল আকাশে ভেসে বেড়ানো পাখী।
শত তৃষায় পারবেনা দিতে পানি
জানি, তোমার তপ্ত কঠোর লবন আঁখি।


বারে বারে পাল্টে ফেলো বন্দর
রঙিন ফানুস মনে বাঁধো অস্থায়ী নোঙর।
এঘাট থেকে ওঘাটে করো ফেরি
মনে পড়ে তাকে, মুখ যার ভরা ভাদর।


আকাশের চিলও বাসায় ফিরে আসে
দিকচক্রবালে পলাশ ফোটে ফাগুন মাসে।
আশায় আশায় দিনতো চলে যায়
      রাত্রি যেন ভয়ংকর আমি যে মরি ত্রাসে।