গনতন্ত্র
নাম শুনেছি ।
স্বাধীনতা নেই বিন্দুমাত্র।
চকচকে পয়সার এপিঠ ওপিঠ;
যার পকেটে থাকে সেইতো বাহুবলী।
উঁচিয়ে তর্জনী চোখ রাঙিয়ে কলার ওঠায় ।
জনতা জনার্দন দুই টাকার চালে ঢেকুর তোলে।
জীবনানন্দ সাইকেল চড়ে, ঝাঁ চকচকা লাগে গ্রাম শহর।
জীবন হয়না নষ্ট যদি ইঁদুরে কাটে ? গজিয়ে উঠবে শহীদবেদী।
পাড়াপড়শী সব ভয়ে ভয়ে থাকে, ছানা পোনাই থাকি আমি ছাপোষা।