বিশ্বাসে
নিজঘর ছেড়ে
তোমার হাত ধরেছি;
হোটেলে আছি। অজানা শহরে ।
অপরিচিত সবাই একমাত্র তুমিই পরিচিত।
সাতদিনের তিনদিন একসাথে, ঈশ্বর সাক্ষীতে সিঁদুর।
মনের ভিতর অনেককথা তোমার দেওয়া ফোন অকেজো
দরজা খুলতেই হাতচিঠিটা দিয়ে অদ্ভুত দৃষ্টিতে দেখে কর্মচারীটা।
ওটা বিশ্বাসভঙ্গের একটা দলিল ! আমি বিক্রি হয়ে যাওয়া পণ্যদ্রব্য ।
হেরে গেছি চক্রব্যূহের যুদ্ধে ; শিখে নিয়েছি রোজ ভালোবাসার অভিনয় ।