যুদ্ধ দামামা বাজে ওই
রক্তের নদী বইবে সেই
কেউ কি আছে ধরায় হায়
যুদ্ধ থেকে বাঁচাবি আয়।
আমি তুমি কেউ যুদ্ধ চাইনা...
অহেতুক মৃত্যু ও চাইনা।।
বাঁচতে চাই বাঁচাতে চাই
যুদ্ধ রুখতে ঝড় হতে চাই।


চিল শকুন আকাশে উড়বে
বারুদ গন্ধ বাতাসে মিশবে
চোখের জলে মাটি ভিজবে
লাল রক্তের নদী বয়ে যাবে।
আমি তুমি কেউ যুদ্ধ চাইনা...
অহেতুক মৃত্যুও চাইনা।।
বাঁচতে চাই বাঁচাতে চাই
যুদ্ধ রুখতে ঝড় হতে চাই।


ছেলেটা যুদ্ধে গিয়েছে চলে
তার ঘর পরিবার ফেলে।
ফিরবে কবে আমার বাবা
শিশুটা মাকে কেঁদে বলে।
আমি তুমি কেউ যুদ্ধ চাইনা...
অহেতুক মৃত্যুও চাইনা।।
বাঁচতে চাই বাঁচাতে চাই
যুদ্ধ রুখতে ঝড় হতে চাই।


তবু ক্ষুদ্র স্বার্থে যুদ্ধ হয়
কার কত আছে দেখাতে চায়।
উলুখাগরা জনতা হৃদয়
রাজারা দুপায়ে দলতে চায়।
আমি তুমি কেউ যুদ্ধ চাইনা
বাঁচতে চাই বাঁচাতে চাই।
পথে প্রান্তরে দেশে বন্দরে
যুদ্ধ থামাতে মুক্তির গান গাই।।



××× আজকের কবিতা কবি এম,এ, সালাম(সুর ও ছন্দের কবি) তাহাকেই উৎসর্গ করে দিলাম।