ক্রমশ পুরোনো হতে হতে এখন শরীরে সবুজ শেওলা ।
তবুও তো অন্ধকার সয়ে সয়ে পাই কিছু আলোকরশ্মি ।
পাতারা সালোক সংশ্লেষে ক্ষয়ে ক্ষয়ে হয়েছে হলুদ
তবুও তো গীতবিতান সরিয়ে সরিয়ে শব্দের ভাব খুঁজি ।


বারবার ঠিকানা বদলে বদলে পেয়েছি নিজ বাসভূমি
তবুও তো ফেলে ছড়িয়ে চলে যেতে হবে নতুন ঠিকানায় ।
এ বাড়ির আনাচে কানাচে কেমন অসুখ অসুখ মনখারাপ
তবুও তো নতুন নতুন ওষুধের প্রেসক্রিপসনে বাঁচার ইশারায় ।


জীর্ণ পাতা ঝরিয়ে ঝরিয়ে গন্ধরাজ আকাশে হাত বাড়ায়
তবুও তো ফাগুন এসে এসে ফুসমন্তরে জাগায় কিশলয় ।
যে নদীর নাম মুখে মুখে ফিরত, কালে অকালে গেছে ভুলে
তবুও তো বৃষ্টি ঝরিয়ে ঝরিয়ে নদী সেই নাম ফিরে পায় ।