ইচ্ছা করলেই আগুন হতে পারিনা।
আগুন হতে গেলে সচেতন হতে হয়।
এই শরীরে আর আগুন নেই,
থাকবে কি করে, সব জল হয়ে গেছে ।


ইচ্ছা করলেই নদী হতে পারিনা ।
নদী হতে গেলে জলের ধারা থাকতে হয়,
এই শরীর নদী হবার যোগ্যতা হারিয়েছে
নদীর শ্রিধারা রাক্ষসেরা নিমেষে শুষে নেয় ।


ইচ্ছা করলেই নাগরিক হতে পারিনা
নাগরিক হতে গেলেও সচেতন হতে হয়,
নাগরিক হবার অধিকার হারিয়ে ফেলেছি
এখন নাগরিক অন্যায় দেখলে নীরব থাকে।


ইচ্ছা করলেই বৃষ্টি হতে পারিনা
বৃষ্টি হতে গেলে মেঘেদের জড়ো করতে হয়।
বৃষ্টি হতে বিদ্যুতের মতন ঝলসে উঠতে হয়
বৃষ্টি হয়ে ঝরতে ঘূর্ণিঝড় হতে হয়
বৃষ্টি হলে প্লাবন আসে নদী হওয়া যায়।


একসাথে গর্জন করলে প্রাচীরে ভাঙ্গন ধরে
ছোট ছোট পবিত্র ক্রোধ জমিয়ে
আগুনের ফুলকি থেকে দাবানল ও হতে পারি ।
ফোঁটা ফোঁটা জল জমিয়ে
আকাশ ভেঙে মাটিতে ঝরতে পারি।
তবে কীটের মতন না থেকে
শামুকের খোল ভেঙে উন্মুক্ত হতে ও পারি ।


আজকের কবিতা কবি রণজিৎ মাইতি কে উৎসর্গ করলাম।