যন্ত্রণা চয়নে অভিনবত্ব নারী মহীয়সী
প্রস্তরে যে ফোটায় ফুল
তার কণ্টকত্ব নিয়ে ভ্রমর প্রশ্ন তোলেনি
মধু নিয়ে গেছে যুগ যুগ ধরে
উপোষী হামলা লালসায় সে ছিন্ন বিচ্ছিন্ন
পুরান কোরান বাইবেল সবাই সবটা জানে
তবু নীরব নিরব নিস্তব্ধ
অফুরান নির্বাক যেন দিকচক্রবালের দিগন্তরেখা।


সবার জীবনে বসন্ত আনতে
নিজেকে উজাড় করেছে দিন দিনান্তে
ফাগুনের ফুল ফুটিয়ে
ক্লান্ত শ্রান্ত ঘর বাড়িতে একলা হয়েছে
যেন দামী একটা অলঙ্কার।
ঘরে তার নেই অবস্থান
ন'মাসে ছমাসে ধূসরতার বৃদ্ধাশ্রমে
জীবন শেষতম দিনের জন্য আকুল প্রার্থনা।