আমার বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষা ...
ডান দিকে দীর্ঘক্ষণ চেয়ে আছি তার জন্য ...
যেগুলো আসছে সেগুলো অন্য কারোর জন্য ...


চকিতে একটা কুকুর ধাক্কা দিয়ে চলে গেল ...
যেতে যেতে একবার পিছন দিকে চেয়েও গেল ...
আমার চোখটা সেইদিকেই চেয়েই হলো মন্ত্রমুগ্ধ ...


মানুষের মতন একজন প্রায় হামাগুড়ি দিয়ে আস্তাকুড়ে ...
সেখান থেকে সে সংগ্রহ করেছে নোংরামাখা রুটি ...
হয়তো কুকুর যেটা খেতে পারেনি সেটাই ওর হাতে ...


কর্পোরেশনের জল যেখানে পড়ছে সেখানে রুটিটা ধুলো ...
তারপর পরম আগ্রহে রোলের মতন খেতে থাকলো ...
আমার অপেক্ষার গাড়ি এসে গেছে, ছবিটা মোবাইলে ...


সেই ক্ষুদার ছবিটা এখন ছেড়ে দেব মিডিয়ায় ...
বিশ্বজুড়ে ছবিটা ভাইরাল, নেটিজেনরা লাইক দেবে ...
আর আমি রাতারাতি ছবির দৌলতে বিখ্যাত হয়ে যাব ...