যে কোন প্রকারে জয় চাই
ছলে বলে কৌশলে আমার জয় চাই।
ক্ষমতায় থাকতে নিরবিচ্ছিন্ন জয় চাইই চাই।

আমার হাতে লক্ষ্মী বন্দী
চাইলেই ধান ছড়িয়ে দেয় দেদার...
কাকের দল কা কা করে একে একে ভিড় করে।
আগুন আমার আদেশ অমান্য করেনা,
নির্দেশ পেলেই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে।
রাতের অন্ধকার হাতের মুঠোয়
যেটুকু মান শরীরে এখনও বর্তমান...
সেটুকু দুঃশাসনের দল নিমেষে লুঠ করতে পারে।
যে অস্ত্রটা বারবার দেখাতে চাই! সেটা ভয়!
নির্মল হাসির পিছনে কপট হাসি লুকাতে পারি;
নিপাট অভিনয়ে আমি অস্কার ও পেতে পারি।
ঝুলির প্রতিশ্রুতিতো আছেই আছে;
এই পৃথ্বীকে দেখাতে চাই
এ আমার অহঙ্কার, আমি যে ইতিহাস হতে চাই।

তাই আমার নিরঙ্কুশ জয় চাইই চাই।