কাল পায়ে পায়ে উপস্থিত এক যুদ্ধক্ষেত্রে
প্রস্তুতি ছিল সকাল দুপুর রাতের মহড়ায়
কেমন হবে সে যুদ্ধ!
পদাতিক হয়ে তরবারি ঝন ঝন ঝঙ্কার
অশ্বারোহীর মতন টগবগিয়ে যুদ্ধে মহিয়ান।
শুরুতেই আকাশ বৃষ্টিতে যুদ্ধ থমকে ছিল।
কিছু পরেই সূর্যের অসীম কৃপায় আবার শুরু।


একে একে প্রজ্বলন থেকে পাঞ্চজন্য বেজে গেল।
উন্মোচন হোল একে একে দশাবতার।
যা ছিল কল্পনার জগতে মায়াজাল বিস্তারিত
সবটায় সফেদ কাগজের কালো রেখায় রেখায়।
বিপুল করতালিতে রনাঙ্গন মুখরিত;
কেউ বলে কেউ শোনে কেউ গায় কেউ হিসাব দেখে
আমার ভুমিকা ছিল শুধু নীরব দর্শকের।