নিস্তব্ধতার সব শব্দ আমার কাছে প্রিয়
        জানি তুমি এর থেকে কিছুই নেবেনা ।
মনের মানুষ হারিয়ে গেলে হৃদয় বিদীর্ণ যে শব্দ
      সেই শব্দ তোমায় দিতে পারবনা ।
রাতের গভীরে যে নহবত আসরে সানায় বাজে
তার প্রত্যেক মিড়ে মনের বাঁধ ভাঙতে থাকে ।
      সেই করুণ শব্দ তোমার জন্য নয় ।
প্রথম দেখাতে যে মনে ফুটেছিল কদম্ব কুসুম
তার ও একটা শব্দ রেখে দিয়েছি অন্তর মাঝে ।
       সেতো আমার একান্ত আপন ।
প্রথম পরশে ঘন আঁধার হৃদমাঝার জুড়ে  
মন অঙ্গনে মুষলধারে বৃষ্টি হয়ে ঝরেছিল ।
       সে সুখ শব্দ সবটুকু আমার ।
যে নদীটা কুলকুল করে হারালো ওই বাসরে
অন্ধকারে শুধু মাথা ঠুকেই গেল পথ পেলনা ।
      সে নদীর শব্দ যন্ত্রনা আমারই থাক ।
জোনাকির আলো জ্বেলে জ্বেলে খুঁজতে থাকি
পথের মাঝে সেই রেখে যাওয়া পদচিন্হ রেখা ।
      গানের সুরে নিস্তব্ধতার শব্দ বসিয়ে যাই ।