ফেলে আসা বছর মন খারাপ করোনা
তুমি ও কাল নতুন ছিলে।
আজ হয়ে গেছো অতীত ইতিহাস
হাসিমুখে বিদায় দাও।
নতুন কে অভ্যর্থনা জানিয়ে বলে যাও
সবটা যেন খুব ভালো হয়।
সরিয়ে দিয়ে যেও শুকনো পাতা
পুড়িয়ে ফেলে দিও বৎসরের আবর্জনা।
উড়িয়ে দিয়ে যেও নতুন বিজয় কেতন।


আজকে হোক মঙ্গলঘট সাজানো
আল্পনা দিয়ে এঁকে নাও নিকানো উঠোন।
আজ যে প্রভাতফেরি নতুন গান
নতুন আকাশে নতুন মুখ নতুন হাসি
নতুন খাতার পাতা ।
কলার পাতায় মাছের ঝোল ভাত
সঙ্গে থাকুক গন্ধরাজ লেবুর সুবাস।
কাঁসার বাটিতে দেখা যাক মাছের মুড়ো।
শেষ পাতে থাক মিষ্টি আর দই।


আজ যে হবে প্রানের উৎসব
থাকবে রোদ্দুর কিছু বেশ তা হোক;
সন্ধের বাতাসে চাঁদের আলোয় গানের জলসা
তিন্নি বিন্নির হলুদ শাড়িতে থাকবে নাচ
"সোহাগ চাঁদ বদনি ধনী নাচতো দেখি"
সবাই মিলে গাইবে সব শেষে ঐক্যতান।
আঁধারের কালো সরে যাবে কালের নিয়মানুসারে
তারপর নতুন বৎসর জমে যাবে প্রাণের রঙে।