দুপায়া তো মানুষ...
সেই মানুষের তরে ঘৃণা ...
আমি ঘৃণ্যতাকে ঘৃণা করি ঘৃণিতকে নয়
যে লোভ মানুষ কে আকৃষ্ট করে সেই লোভসকলকে ...
লোভের আগুনে ঝলসে সেই মানুষ
একদিন হয়ে উঠবেই প্রকৃত মানুষ
সেইদিন যেদিন লোভ লালসা নিদারুন-
ভয়ে একপা একপা করে পিছু হটবে ।


অন্তরের অন্তর্যামী হা হা হা করে হেসে বলবে
যাঃ ফিরে ঘৃণ্য জীবন ত্যজিলাম তোকে
এখন থেকে আমি নই তোর ক্রীতদাস
এখন আমি স্বাধীনচেতা এক মানুষ
অনেক বর্বরোচিত কর্ম করেয়েছিস অজান্তে।


আমার চোখে এখন শুদ্ধতার আগুন
আমার নিশ্বাসে এখন সবুজের আস্বাস
আমার প্রতি পদক্ষেপে দৃপ্ততার শপথ
ঝড় আমার সাথী,  কিশলয় আমার স্বপ্নে ।
আমি আর বশ্যতার  শিকলে হবনা আবদ্ধ ।
নবজন্ম হয়েছে আমার এই পৃথিবীকে আবার সেলাম ।
আমিই সেই মানুষ রত্নাকর থেকে হয়েছি বাল্মীকি ।