মিরজাফর তখনো ছিল এখনো থাকবে
ওদের চিহ্নিত আমাদেরই করতে হবে;
জেগে জেগে ঘুমালে চলবেনা ।
সুভাষ ভগত প্রফুল্ল ক্ষুদিরাম ও থাকবে
আমরাই যথেষ্ট আমরাই পারব।
বিভেদমুক্ত করতে হবে আমার দেশ
সম্প্রীতির বন্ধন বার্তা ছড়িয়ে দিতে হবে।
কি হচ্ছে এসব !
দেশ জুড়ে চলছে ভীষণ অরাজকতা
এমনি কি চেয়েছিলাম রিক্ত হবে আমার দেশ।
চুরি হয়ে যায় একে একে সম্মান মর্যাদা
অর্থের অনর্থে আইন মুখ ফেরায়।
তাই নিজ অধিকার বুঝে নিতে ।
আজ সবাইকে পথে নামতে হবে।
এ কথা সবার জানা সর্ষের ভিতর ভুত
একটা একটা করে বেছে ফেলতে হবে;
গড্ডালিকায় গা ভাসালে চলবেনা।
দরকারে জমিতে নতুন বীজ বুনতে হব।
সবার আগে বিষবিক্ষ উপড়াতে হবে।
তবেই আমার দেশ হৃত সম্মান ফিরে পাবে।
আসুমদ্রহিমাচলে দেখতে চাই নব্য নতুন জোয়ার।