কি করে সব্বাই জানি জেনে গেল তুমি আমার কে
একরাশ বকুল ঝরে যেতে যেতে বলে
আমায় মুঠো ভরে নিয়ে যেও সে খুশি হবে।
আমি হতবাক!
ভোরের শিশির ভেজা শিউলি হেসে বলে
আমায় নিয়ে যেও তার আঁচলে ছড়িয়ে দিও
সেও হেসে উঠবে শিউলির সুবাসে।
আমি অবাক।
আকাশে উড়ে বেড়ানো মেঘের ভেলা বলে ওঠে
সোনা রোদ্দুরে পাঠিয়ে দিলাম ছুটির আমন্ত্রন
তাকে নিয়ে এসে
সে মেঘের ভেলায় বেড়াতে ভালবাসে।
আমি চমকিত!
দরজা খুলে মা ভুবনমোহিনী হাসি হেসে বলে
কই তাকে দেখছিনা সে কোথায় গেল?
সে আবার কে? আমি আবার অবাক!
মা বলে জানিস ভালবাসায় পাথর গলে
মানুষও কেমন নরম মাটির মতন হয়ে যায়
তখন সে ফসলের গান শুনতে চায়
নদীর মতন মোহানায় বয়ে যায়।
তোর মন এখন নদী হয়ে গেছে।