নন্দিনী
আজ আর তোমাকে ডাকবনা, থাকো নিজের মত।
সারাদিন রিমঝিম বৃষ্টি দেখার ছলে বৃষ্টি ভেজো।
চোখের পাতায় লেগে থাকুক বৃষ্টির ফোটা ।
ওরা কখনোই আমার মতন হতভাগ্য হতশ্রী নয়।
        আমার ঈর্ষাতে ওদের কিচ্ছু যায় আসেনা।
আজ পিঠের ডানদিকের চিনচিনে ব্যথার বাড়বাড়ন্ত
আমিও বৃষ্টি দেখে বৃথা ব্যথা ভোলার চেষ্টা করছি ।
এই বৃষ্টিতে ভিজে কাকটা কার্নিশে পাখা ঝাড়ছে ।
তুমিও তো ভিজে চুল এইভাবেই ঝেড়ে ফেল।
তবুওতো ভিজে চুল বেয়ে জল পড়ে মাটিতে।
আমার আর বৃষ্টি হয়ে তোমায় ছোঁয়া হলোনা ।
বৃষ্টিফোটারা তোমার শরীরে নদীর মতন নিম্নগামী;
শেষে ওরা তোমার শরীরেই হারিয়ে যাবে দেখো।
এমনি নাম না জানা নদীগুলোর নাম রেখেছি।
তোমার তা না শুনলে ও চলবে,
             আমার দিনলিপিতে লেখা থাকবে ।