এমন করে ভাবলে ও পারতে
       বসন্ত দিন যেমন অনন্ত থাকেনা ।
              ঠিক তেমনি করে থেকে যেতে
                    পলাশের বুকে আঘাত লাগতোনা ।
এমন করে ভাবলে ও পারতে
       দুজনের গান হটাত থেমে যেতনা ।
             ফল্গুর মত বয়ে যেত মনপথ ধরে
                    যেতে যেতে একলা হারিয়ে যেতনা ।
এমন করে ভাবলে ও পারতে
       ফুলের বাগানে ফুলেরা ঝরে যেতনা ।
             পাখিরাও মাঝে মাঝে হারিয়ে যায়
                  ওরা ফেরে নয়তো কোনদিন ফেরেনা ।
এমন করে ভাবলে ও পারতে
       ঝড়ের রাতে অন্ধকারে হারিয়ে যেতেনা ।
            এই হাতেই হাত রেখে কাটিয়ে দিতে
                 তোমার আমার মাঝে সেতু নষ্ট হতোনা ।