আলোর উৎস সন্ধানে
এক ঝাঁক বুনোহাঁস যাত্রা শুরু করে।
ওদের চোখে সবুজ স্বপ্নের আনাগোনা
ওদের ডানায় নতুন দেশ দেখার উন্মাদনা।
ওদের বুকে সদ্য জন্মানো পাহাড়ি এক ঝোরা
অতীতের ভুল শুধরে ভবিষ্যতের পথ খুঁজে ফেরা।


ওদের ভিতর কেউ কেউ
করে কানাকানি মিথ্যে হানাহানি।
কেউ রক্তের গন্ধে পেতে উন্মুখ মরিয়া
কেউ ভাল মানুষের মুখোশে চায় ক্ষমতা।
কেউ বিপথগামী যেন ভুল রাস্তায় নেই আস্থা;
তবু ও ওরা থামেনা, ওরা যে আলোর পথযাত্রী।


একদিন প্রাজ্ঞরা বলে দিল
আমাদের দিন শেষ। ডানায় শক্তি কম।
এগিয়ে যাও তরুণ তুর্কি যে আছো যেথায় ।
ঝড় আসলে রুখে দিও, বৃষ্টি এলে থেমনা ।
আলোর মন্ত্র জানো, শিখেছ আঁধার জয়ের গান
বিশ্বাসঘাতকে করো দমন। এনে দিও নতুন দিন ।