কথা ছিল এক সমুদ্র ভালবাসার স্বর্গ রচনা
পিছনপানে চেয়ে দেখি অনন্ত এক বালুকাভুমি।
শুধু ঝিনুক কুরিয়েই গেছি যদি একটা মুক্তো পাই।
এখনো এমন একটা ঝিনুক ও পাইনি
যেটাতে মুক্তো আছে।
সব ধুয়ে নিয়ে গেছে সাগরের ঢেউ;
ঝিনুকের খোলা বিদ্রুপ করে হাসে আর বলে
কার স্বর্গ রচনায় কাহাদের প্রাণ ফুরিয়ে যায়।
বাতাসে বাতাসে কানাকানি হানাহানি সর্বক্ষণ।
হিসহিস শব্দে প্রতিহিংসার আগুন ছড়িয়ে পরে।


কয়েক বছর পরে তুমি আর কেউ নও।
দেনা পাওনা মিটিয়ে দেওয়া নিতান্ত এক পাওনাদার।
এই দেশ এই মাটি এই জল বাতাস অন্যকারোর
তোমার রক্তে যে সীমানা প্রাচীর অক্ষত ছিল।
ভুলে যাও! সে কথা ! বিনিময়ে পেয়েছ না!
মিছিমিছি গর্ব করা তাই যে সাজেনা।
তুমি নও দেশের কেউ ।
এই দেশের মস্তক প্রভুত চিন্তাশীল ব্যক্তি যারা
মসনদ বাঁচাতে নিত্ত নৈমিত্তিক গবেষণায় ব্যস্ত;
তাঁহাদের অন্যতম ভাবনার ফসল ফলতে চলেছে।
আমাদের দেশ এই মহান বার্তা ছড়াবে দিকে দিকে।