শুধু প্রেম পাব বলে ফুল হয়ে ফুটেছি
প্রেমে পুড়ে যাব তাই পতঙ্গ হয়েছি।
করবো অন্তরে অনুভব তাই অন্ধ হয়ে গেছি।
শুধু সাথে রয়ে যাব বলে নদী হয়ে গেছি।
শরীর ঘিরে রোমাঞ্চ
ফাগুন এনেছে বসন্ত;
তাই পলাশের রঙে ঝরে আগুনতো
আকাশে জূড়ে আনন্দগান নীল আঁচল সে দিগন্ত।
অপূর্ব প্রেমের কাছে বারে বারে হারতে চাই।
হারিয়ে যেতে চাই ফুরিয়ে যেতেও চাই।
আমার সমুখে তুমি তুমিই থেকো প্রিয়তমা।
দিন গুনে গুনে সন্ধ্যা ঘনাবে
জোনাকির আলো পথ করে দেবে
জানি, সেতো তোমারি জন্য
        ওগো আমার তিলোত্তমা।