অজাতশত্রু সেইজন যার চোখে ঝরে এক বিশ্বময় স্বপ্ন
অকুতোভয়ে এগিয়ে গিয়েছ হোকনা সেপথ কন্টকাকীর্ণ
আত্মগর্বের উদ্বুদ্ধতায় নিখিলবিশ্বে রাজভাষায় ভাষণ
বন্ধনহীন পক্ষীর মতো সীমানা পারে উষ্ণ করমর্দন
বিশ্বাসে অটল তাই অগ্রগামী হিমালয়সম ভারবহনে
প্রতিটি কাব্য আলোকিত হয়েছে নিজ জীবনদর্শনে
সেই পোখরান থেকে সমুদ্রাচল অবাধগতিতে গতিময়তা
সন্যাসীরাজা হয়ে মুক্তি দিলে ক্ষমতা-অলিন্দের সর্বসত্তা
সরস্বতীর বরপুত্র একে একে বন্দনায় কাব্যময় তুমি
তবুও পশ্চিমের রোদ্দুর তবচ্ছায়া দীর্ঘতাকে দেয় চুমি
সরস্বতীর বরপুত্র নব মহাকাব্য রচনায় কলমে মগন  
অকুতোভয় অজাতশত্রু মাটির অন্তরালে নিশ্চিন্ত চরণ ।।