অন্যান্য
গল্পবই সাথে
ওর রয়েছে এখনো;
ভেবেছিলাম নিশ্চয় একদিন
একে একে পড়ে ফেলতে পারব।
এক খণ্ড দ্বিতীয় তারপর তৃতীয় খণ্ড।
হটাত্‍ পথে ফিরিওয়ালা বিক্রি করে ছিল
কালো মলাটে বিদেশী লেখকের অনুবাদ বই;
ভেবেছিলাম সময় আসুক পড়ে নেব এক গুণ্ডুসে।
বইয়ের তাকে জায়গা পেল গ্রন্থকীট পাঠের সুযোগ পেল;
আহা পাত্রী'র মামা বইয়ের তাকে চোখ বুলিয়ে বলে পাত্র ভালো;
বাড়ি পালটাই ঘর পালটে যায় সুদৃশ্য ঘরে বইগুলো জায়গা পেয়ে বাঁচে ।
সময় কানে কানে বলে বেলা পড়ে এলো এবার বইয়ের পাতাগুলো উল্টে যাও ।