অ্যাসিড বৃষ্টিতে পুড়লে যেমন হয় তেমন মৃতবৎ;
বুঝতে পারছি জীবনী শক্তি ফুরিয়ে আসছে তার
সবুজের সমারোহ ক্রমান্বয়ে ধুলি ধূসরিত
কোমলতা প্রায় ক্ষীণতোয়া... হয়েছে ভঙ্গুর
মর্মর শব্দে একে একে ঝরে পড়ে মাটিতে


জীবন এমন হবে আগে কেন বুঝিনি,
বড় সাধ করে ওকে তারে এনেছিলাম ঘরে;
মনের মাধুরিতায় ফুল ফোটাবে থরে থরে।
কুঁড়িতেই ছিল বর্ণ পরিচয়...মলাট রঙে
কেন যে ফুটে উঠবার বাসনা হারাল কে জানে!


লিখে না দিলেও ওর মালিক বলেছিল
জল অতি সামান্য, রোদ্রতাপ সরাসরি নয়;
মনের ভীতর ছিল দোদুল্যমান দ্বন্দ্ব
আলো জল বিনে জীবন... নৈবচ নৈবচ
অকাতরে জল আলো দিয়েছিলাম তারে।


ইয়ারের সাথে আড়ি ভাবলেই মন কাঁদে
অপরাধ বোধের আবর্তে ভাবনা নিরন্তর।
যতবার তাকে আনি ঘরে, ততবার যায় সরে
বুঝেছি সে ভালোবাসেনা... চায়না তাই আমারে।
খুঁজে নিও নাম তার এই কবিতার শরীরে।